ইউএনও ওয়াহিদার ওপর হামলার দুইজন গ্রেপ্তার - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 3, 2020

ইউএনও ওয়াহিদার ওপর হামলার দুইজন গ্রেপ্তার

 


র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে আসাদুল ও জাহাঙ্গীর নামক দুইজনকে গ্রেপ্তার করা হয়।

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি আসাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ একটি দল ।


শুক্রবার ভোর ৫টার দিকে হাকিমপুর থানাধীন হিলির কালিগঞ্জ এলাকা থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। সে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরের আমজাদ হোসেনের ছেলে। আসাদুলই ইউএনওর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে ধারণা করছে পুলিশ।


হাকিমপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর, বিরামপুর ও ঘোড়াঘাট থানা এবং রংপুরের র‌্যাবের একটি দল গ্রেপ্তার করে। এদিকে এ ঘটনায় জাহাঙ্গীর নামের সন্দেহভাজন আরও একজনকে আটক করেছে র‌্যাব। দুজনকেই রংপুর র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে ।


বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অস্ত্রোপচার হয়েছে।


এদিকে, ইউএনওর ভাই শেখ ফরিদ বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেছেন। এই ঘটনায় থানা পুলিশ ছাড়াও র‌্যাব, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad