যশোর সদর উপজেলার উপ-নির্বাচনে নীরা ও নূর-উন-নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, September 26, 2020

যশোর সদর উপজেলার উপ-নির্বাচনে নীরা ও নূর-উন-নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

 


যশোর সদর উপজেলার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুর জাহান ইসলাম নীরা ও বিএনপির প্রার্থী নূর-উন-নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

অন্যদিকে মনোনয়নপত্রের সাথে ভোটার তালিকা ও হলফনামায় ভুল তথ্য থাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা হুমায়ুন কবীর।

রিটার্নিং অফিসার জানান, মোহিত কুমার নাথের সরবরাহকৃত ভোটার তালিকার একজন নিজে স্বাক্ষর করেননি বিষয়টি নিশ্চিত হয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। সিরাজুল ইসলামের ভোটার তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর থাকায় বাতিল হয়েছে। এছাড়াও তার হলফনামায় অসঙ্গতি ছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad