মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে রোহিঙ্গা গ্রাম - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, September 11, 2020

মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে রোহিঙ্গা গ্রাম


মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা গ্রাম কান কিয়াকে পুড়িয়ে দেয়ার পর এখন মুছে ফেলা হয়েছে মানচিত্র থেকেও। জাতিসংঘের ম্যাপিং ইউনিট এই তথ্য নিশ্চিত করেছে।


জাতিসংঘ জানায়, গত বছর মিয়ানমার সরকার দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে সেখানে কান কিয়া গ্রামের অস্তিত্ব নেই। মানচিত্র থেকে গ্রামটির নামই ‍মুছে ফেলা হয়েছে।

মিয়ানমারে জাতিসংঘের 'ম্যাপিং ইউনিট' ২০২০ ‍সালে দেশটির নতুন ম্যাপ বানিয়েছে। মিয়ানমারের সরকারি মানচিত্রের ভিত্তিতে জাতিসংঘের ম্যাপিং ইউনিট নিজেদের ম্যাপ তৈরি করে। জাতিসংঘের অধীনে নানা সংস্থা সেই ম্যাপ ব্যবহার করে।

তারা জানান, নতুন ‍মানচিত্রে ধ্বংস করা ফেলা গ্রামের নাম আর নেই। বরং ওই জায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে।

২০১৭ সালে রোহিঙ্গা নিধন অভিযানের সময় কান কিয়াসহ অন্তত ৪০০ গ্রামে ধ্বংসযজ্ঞ চালান মিয়ানমারের সেনারা। আন্তর্জাতিক চাপ এড়াতে সে সময় হত্যাযজ্ঞের আলামত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় মিয়ানমার সরকার। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে সেই চিত্র। জাতিসংঘ বলছে, কান কিয়ার মতো অন্তত ১৫টি গ্রাম মানচিত্র থেকে মুছে ফেলেছে মিয়ানমার।

মিয়ানমার সরকার সন্ত্রাস দমনের নামে ওই ‍অভিযান চালালেও জাতিসংঘ একে 'জাতিগত নিধন' বলে ‍অভিহিত করেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad