রেলগেটে বেপরোয়া সাগর-সম্রাট সিন্ডিকেট - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, September 5, 2020

রেলগেটে বেপরোয়া সাগর-সম্রাট সিন্ডিকেট




যশোর রেলগেট চোরমারা দীঘিরপাড় এলাকার সাগর-সম্রাট দু’ভাই সিন্ডিকেটের অপতৎপরতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই এলাকার মানুষ। মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটিয়ে চলেছে তারা। শুক্রবার ওই চক্রের কয়েকজনকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

এক সময় যশোরের চাঁচড়া ইসমাইল কলোনিতে বাস করা ঢ্যাবের ছেলে সাগর, সম্রাট ও একই এলাকার গফফারের ছেলে ইমন এখন চোরমারা দিঘিরপাড়ের আদর্শপাড়ায় যথেচ্ছা শুরু করেছে। ১০ মাস আগে এখানে জমি কিনে আস্তানা গাড়ে ওই সহোদর। আর এখন মাদক ব্যবসা, মাদক সেবন, বিশেষ করে ইয়াবা ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। ৩ সেপ্টেম্বর রাতে সাগর, সম্রাট ও ইমন ঢাকা রোডের বাহাদুরের গোডাউনে চড়াও হয়। সেখান থেকে ডিউটিরত রাসেল নামে এক যুবককে রাত তিনটার দিকে তুলে আনে। রাসেল চোরমারা দিঘির পাড় এলাকার আব্দুল জলিলের ছেলে। ১০ হাজার টাকার দাবিতে তাকে খুঁচিয়ে আহত করা হয়। এ খবরে গোডাউন মালিক বাহাদুর পুলিশি সহায়তায় রাসেলকে উদ্ধার করেন। এ ঘটনায় ইমনকে ধরে নিয়ে যাওয়ার সময় ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সম্রাট-সাগর চক্র। আর তখনই পুলিশের উপস্থিতিতেই জনতা গণধোলাই দেয় এ দু’ভাইকে।পুলিশ চক্রের এ দু’জনকেও নিয়ে যায় থানায়।  

এ ব্যাপারে স্থানীয় কমিউনিটি পুলিশ ফোরামের সাধারণ সম্পাদক শাহাজাদা নেওয়াজ জানান, সম্রাট, সাগর ও ইমন মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সব করে। তাদের জন্যে এলাকার লোক এতটাই অতিষ্ঠ যে পুলিশের সামনেই জনতা পিটিয়েছে। 

থানার সেকেন্ড অফিসার আ ফ ম মনিরুজ্জামান জানিয়েছেন,দু’পক্ষের অভিযোগে এদের মধ্যে দু’জনকে আটক করে পুলিশ। আর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন আটককৃতদের মুচলেকা নিয়ে জিম্মায় দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad