যশোরে অবৈধভাবে গড়ে উঠা এক-তৃতীয়াংশ ক্লিনিক-হাসপাতাল বাদ যাবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন। শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভার শুরুতে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু’র এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিভিল সার্জন বলেন, স্বল্প সময়ের মধ্যে জেলার ১৫০এর অধিক হাসপাতাল ভিজিট করেছি। কিছু হাসপাতালের কার্যক্রম বন্ধ করেছি। কয়েকটিকে সতর্ক করা হয়েছে। এছাড়া যারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে সেগুলো পরিদর্শন করা হয়েছে। যথাযথ নিয়ম না মানায় যশোরের এক-তৃতীয়াংশ বে সরকারি হাসপাতাল বন্ধ হয়ে যাবে।
No comments:
Post a Comment