চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ ৭ জনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার ভোর রাতে শহরের চাঁচড়া রায়পাড়ার মশিউর রহমান খোকনের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।আসামিরা হলো, শহরের শংকরপুর সার গোডাউন এলাকার কাজী তৌহিদের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব, শংকরপুর আলতাফের মোড়ের তৈয়ব আলীর ছেলে সাব্বির, ষষ্ঠীতলার সেলিমের ছেলে মাহবুব হোসেন, আশ্রম রোড এলাকার মিজান, বেজপাড়ার প্রশান্ত, পুলেরহাটের আকুর ছেলে ফারুক ও চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির আক্কাস হোসেনের ছেলে বিল্লাল হোসেন। বাদী ফরিদা বেগমের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, তার স্বামী মশিউর রহমান খোকন ঢাকার কোম্পানি ইগলু আইসক্রিম যশোরের ডিলার। আসামি মাহবুব একই কোম্পানির ঝিকরগাছা উপজেলার ডিলার। ব্যবসায়ীক সূত্র ধরে দুইজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আসামি মাহবুবের সহযোগি সন্ত্রাসী ভাইপো রাকিবের নেতৃত্বে গত শনিবার দুপুর ২টার দিকে বাদীর বাড়িতে এসে তার ছেলে জুয়েলকে খোঁজাখুঁজি করে। এসময় বাদীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইদিন সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর আলতাফের মোড়ে ব্রাক স্কুলের সামনে বাদীর ছেলে জুয়েলকে পেয়ে ওই সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে তার পকেটে থাকা ২৭ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, ভাইপো রাকিব একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বোমাবাজি, চাঁদাবাজি ও মাদক অন্তত দেড় ডজন মামলা রয়েছে।
No comments:
Post a Comment