১১ বছরে পদার্পণ - থ্রি ইডিয়টস - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, September 5, 2020

১১ বছরে পদার্পণ - থ্রি ইডিয়টস

 

ঠিক এগারো বছর আগে ত্রি ইডিয়ট সিনেমা মুক্তি পায়।
ভারতীয় ইতিহাসে জনপ্রিয়তার শীর্ষে সিনেমাটি।যতবার ই দেখা হয় ততবার ই নতুন লাগে।
অনেক শিক্ষণীয় বিষয় আছে সিনেমাটিতে। মূলত শিক্ষাব্যাবস্থা নিয়ে সিনেমাটি করা।
ঠিক এগারো বছর পরেও সিনেমাটি মানুষের হৃদয় কেড়ে নেয়। উইকিপিডিয়া থেকে তথ্য জানলে জানা যায়,থ্রি ইডিয়টস (হিন্দি: ३ ईडियट्स; বাংলা: তিন বোকা) একটি চেতন ভগত এর ফাইভ পয়েন্ট সামওয়ান উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত ভারতীয় চলচ্চিত্র। ২০০৯ সালে এটি মুক্তি পায়। এর পরিচালক রাজকুমার হিরানী, চিত্রনাট্য লিখেছেন অভিজাত যোশি এবং প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া। থ্রি ইডিয়টস এ অভিনয় করেছেন আমির খান, কারিনা কাপুর, আর মাধবন, শারমান যোশি। মুক্তির পর এটি ভারতে সব ওপেনিং বক্স অফিস রেকর্ড ভঙ্গ করে। মুক্তির দিন এবং সপ্তাহে এটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা। থ্রি ইডিয়টস ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এই সিনেমাটি ছয়টি ফিল্ম ফেয়ার, দশটি স্টার স্ক্রিন এবং ষোলটি আইফা অ্যাওয়ার্ড জিতে নেয়। চলচ্চিত্রটি তামিল ভাষায় পুনঃনির্মিত হয়ে নানবান নামে যা ২০১২ সালে মুক্তি পেয়েছিলো।


এ বি সৌমিক আহমেদ

No comments:

Post a Comment

Post Bottom Ad