খেলতে খেলতে সবার অগোচরে বালতির পানির মধ্যে পড়ে যায় শিশু জাকারিয়া।
জামালপুরে মাদারগঞ্জে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মৃত শিশু মো. জাকারিয়া (১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশু জাকারিয়া। খেলতে খেলতে সবার অগোচর টিউবওয়েলের পাশে থাকা বালতির পানিতে পড়ে যায়।
এদিকে ছেলেকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন ফরিদ উদ্দিন ও তার স্ত্রী। এক পর্যায়ে তারা দেখেন বালতির পানিতে পড়ে আছে জাকারিয়া।
সেখান থেকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল ইসলাম বলেন, “টিউবওয়েলের পানিতে পড়ে জাকারিয়া নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।”
No comments:
Post a Comment