কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ শনিবার থেকেই নৌরুটে নাব্য সঙ্কট - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 3, 2020

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ শনিবার থেকেই নৌরুটে নাব্য সঙ্কট


নাব্য সঙ্কটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে শিমুলিয়া ঘাট থেকে ফেরি “ক্যামেলিয়া” ও “কলমিলতা” কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে নাব্য সঙ্কটের কারণে চ্যানেল পার হতে পারেনি। পরে ফেরি দুটি শিমুলিয়া ঘাটে ফিরে যায়। 

এই পরিস্থিতিতে ভোর থেকেই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে, কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক পরিবহন।

সূত্রটি আরও জানিয়েছে, গত শনিবার থেকেই নৌরুটে নাব্য সঙ্কটের কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল। দিনে ৫-৬টি ছোট ফেরি চলাচল করতো। বৃহস্পতিবার নাব্যতা সঙ্কট আরও তীব্র হয়।

বিআইডব্লিউটিসি'র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, নাব্য সঙ্কটের কারনে ফেরি চলাচল করতে পারছে না। তাই সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে বাধাগ্রস্ত হয়।      

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম বলেন, পদ্মা নদীতে ডুবোচরের কারণে সকাল থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। চ্যানেলের নাব্য পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্ভব নয়।


No comments:

Post a Comment

Post Bottom Ad