মামলা তুলে না নেওয়ায় চুল কেটে মুখে কালি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, September 4, 2020

মামলা তুলে না নেওয়ায় চুল কেটে মুখে কালি



 

গত ৬ আগস্ট ওই তরুণকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে আসামিরা


টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মামলা তুলে না নেওয়ায় বাদীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ার অভিযোগ উঠেছে। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় নিজেই বাদী হয়ে সখীপুর থানায় অপর একটি মামলা করেন। 


পুলিশ জানায়, গত বুধবার রাত ৮টার দিকে পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী বাড়ির সামনে থেকে ওই তরুণকে ধরে মুখ বেঁধে মোটরসাইকেলে তুলে বনের ভেতর নিয়ে যায়। বনে আগের মামলাটির প্রধান আসামি শরীফুল ইসলাম ওরফে কালা শরীফ, সুপ্তসহ চারজন অপেক্ষা করছিল। তারা মামলা তুলে নিতে ওই ব্যক্তির হুমকি দেয়। কিন্তু মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা ওই তরুণের চুল কেটে মুখে কালি মেখে রাত ২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল ইসলামের বাড়ির কাছে রেখে সটকে পড়ে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে আগের মামলার আসামি শরীফুল ইসলাম, সুপ্তসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।


এর আগে গত ৬ আগস্ট ওইকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ওই ঘটনায় গত ৮ আগস্ট স্থানীয় স্টার বয়েজ ক্লাবের সদস্য শরীফুল ইসলাম ওরফে কালা শরীফসহ (২২) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন সুমন। ওই তরুণের ভাষ্য, ওই মামলা তুলে নিতেই তার ওপর আবার নির্যাতন চালানো হয়েছে। 


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, “আগের মামলায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গত ৯ আগস্ট একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। চুল কেটে মুখে কালি মাখানোর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশ মাঠে অভিযানে নেমেছেন।”


 

 

No comments:

Post a Comment

Post Bottom Ad