যশোর শহরের কারবালা পীর নূর বোরহান শাহ হাফিজিয়া মাদরাসা ও এতিখানার ছয় হাফেজকে পাগড়ী প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামিক সাংস্কৃতিক সংগীত ও আযান, গজলসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠান হয়। ছয় হাফেজকে পাগড়ী প্রদান করেন যশোর ইমাম পরিষদের সভাপতি আনোয়ারুল করিম। সার্বিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন ও বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি। সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বাবু, কোষাধ্যক্ষ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু প্রমুখ। সন্ধ্যায় গজল পরিবেশন করেন তারার মেলা শিল্পীগোষ্ঠী।
No comments:
Post a Comment