এখন থেকে অনলাইনে দেয়া হবে যশোর শিক্ষাবোর্ডে নাম-বয়স সংশোধনের সব সেবা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Wednesday, September 9, 2020

এখন থেকে অনলাইনে দেয়া হবে যশোর শিক্ষাবোর্ডে নাম-বয়স সংশোধনের সব সেবা

 


যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে নাম-বয়স সংশোধনীর সকল সেবা অনলাইনে দেয়া হবে। অনলাইনে আবেদন করার পর চিঠি পাস হওয়ার আগে অটোমেটিক রেকর্ড সংশোধিত হবে। সেই সাথে সকল সনদপত্র সংশোধন করে অনলাইনে দেয়া হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র।

বুধবার শিক্ষাবোর্ডের বিভাগীয় মিটিং শেষে এসব কথা বলেন তিনি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, নাম ও বয়স সংশোধনীর সকল সেবা এখন অনলাইনে পৌছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আনলাইনে আবেদন করার পর আবেদনটি পাস হলে কাউকে রেকর্ড সংশোধন করার জন্য শিক্ষাবোর্ডে ভিড় করা লাগবে না। অটোমেটিক রেকর্ড সংশোধন হওয়ার পর চিঠি পাস হবে। ওই চিঠির সাথে আবেদনকারীর সকল সনদপত্র সংশোধন করে অনলাইনে আবেদনকারীর আইডিতে দেয়া হবে।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন সচিব প্রফেসর এইচ আর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মধাব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কেএম রব্বানীসহ একাডেমিক ও প্রমাণপত্র বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad