বেনাপোলে ১৩টি সোনার বারসহ নারী আটক - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Tuesday, September 29, 2020

বেনাপোলে ১৩টি সোনার বারসহ নারী আটক

 


বেনাপোল সীমান্তের সিকড়ি বটতলা এলাকা থেকে ১.৫২৬ কেজি ওজনের ১৩টি সোনার বারসহ পপি খাতুন (২৪) নামে এক নারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে এ স্বর্ণের চালানসহ আটক করা হয়েছে বলে জানান বিজিবি সদস্যরা।

আটককৃত পপি খাতুন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার কামাল হোসেনের স্ত্রী।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১.৫২৬ কেজি ওজনের ১৩টি সোনার বারসহ পপি খাতুনকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯১ লক্ষ ৫১ হাজার ৮’শ টাকা। ভারত সীমান্ত পিলার ১৭/১৭ এস এর ১৭৪ আর পিলার হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিকড়ি বটতলা বালুরমাঠ ব্রিজের উপর থেকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধীনস্থ পাঁচভুলট বিওপি’র একটি টহল দল কর্তৃক আটককৃত আসামিকে সোনার বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad