স্বপ্ন ছিলো নিজ একটা কর্মসংস্থান গড়বো - যশোরের সন্তান রাশেদুর রহমান সিয়াম - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Thursday, September 3, 2020

স্বপ্ন ছিলো নিজ একটা কর্মসংস্থান গড়বো - যশোরের সন্তান রাশেদুর রহমান সিয়াম

 


যশোরের সন্তান রাশেদুর রহমান সিয়াম। যার স্বপ্ন ছিলো নিজ একটা কর্মসংস্থান গড়বে।

সে ২০২০ সালে মাধ্যমিক পরিক্ষা দিলো হাতে সময় তিন মাস তার ইচ্ছা ছিলো একটা বিদেশি মাছের প্রজনন কেন্দ্র গড়বে অনেক আগে থেকে। মাধ্যমিক পরিক্ষার পর ছোটো পরিসরে শুরু করলো। অনলাইনে ছোটো পরিসরে বিজ্ঞাপন দিতো। সহ-পাঠি থেকে শুরু করে সিনিয়ার কাছের ভাই দের সাপোর্ট সাথে অবশ্যই পরিবারের সাপোর্ট পেয়েছিলো। এখন যশোর সহ যশোরের বাইরে চিটাগাং,ঢাকা খুলনা থেকে অনেক অর্ডার আসে তার কাছে।বলা যায় সে একজন সফল উদ্যোক্তা। তার বাসা ঘোপ পিলুখান রোডে, সে তার নিজ বাসভবনে বৃহৎ পরিসরে বিদেশি মাছের প্রজনন করিয়ে লাভবান হচ্ছে। সে জানিয়েছেঃ শখের বশে মূলত এইটা করা।কিন্তু শখ মেটাতে যেয়ে এখন সেটি একটা ব্যাবসায়ীকক্ষেত্র হয়ে উঠেছে। তার মতে,যুবসমাজ রা এই কাজ করে খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে পারবে এবং পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবে।

এ বি সৌমিক আহমেদ

No comments:

Post a Comment

Post Bottom Ad