স্কুল ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Wednesday, September 2, 2020

স্কুল ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

 


ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ; ২০শে সেপ্টেম্বর এ নিয়ে আদালতে ক্রোক সংক্রান্ত রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ মামলার বাকি আসামিরা হলেন, বাকিরা হলেন কবির বকুল, শুভাসিস প্রমানিক, মহিদুল আলম পাভেল, শাহপরান তুষার ও মো জসীম, মহাগর হাকিম। বুধবার ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন এ আদেশ দেন।

২০১৯ সালের ১লা নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন ওই স্কুলের ছাত্র আবরার। অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা এবং আবরারের বাবা মো. মজিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad