তরুন স্বপ্নবাজ-আলফি ফেরদৌস - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Friday, September 4, 2020

তরুন স্বপ্নবাজ-আলফি ফেরদৌস


তরুন স্বপ্নবাজ,যে ভালোবাসে স্বপ্ন দেখতে,সেগুলো বাস্তবায়ন করতে,

আলফি ফেরদৌস স্বপ্ন দেখতেন বাংলাদেশের শিল্প ও সাহিত্য নিয়ে কাজ করতে,পাশাপাশি বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে থাকতে,


তিনি যশোরের সন্তান, পড়াশুনা করেছেন সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে,উপশহরে বাবলাতলা র বাসিন্দা তিনি।


পড়াশুনা ও তার বাবা র ব্যাবসায়ীক কারণে তিনি পাড়ি জমিয়েছেন ঢাকাই,সেখানে বর্তমানে ড্যাফোডিল কলেজে অধ্যানয় করছেন।


তার মাথাই চিন্তা এলো দেশের জন্য, দেশের মানুষের জন্য শিল্প সাহিত্য নিয়ে কিছু করবেন।


একটার পর একটা পরিকল্পনা, ব্যর্থ হতে হতে হয়ে গিয়েছিলেন সফল।


ইচ্ছেশহর নামে একটি ম্যাগাজিন খুললেন,তাদের মূল লক্ষ ছিলো সাহিত্য সাংস্কৃতি নিয়ে কাজ করা।


প্রতিভার উন্মোচন করা, পাঁচ বন্ধু মিলে শুরু করেছিলেন।

আস্তে আস্তে সংগঠন টা বড় হতে শুরু করলো 


এখন সারা বাংলাদেশে তাদের সদস্য রয়েছে।


এর পাশাপাশি তারা করোনার সময় মানুষের পাশে দাড়িয়েছেন তাদের সামর্থ দিয়ে এখন বন্যার সময় ও তারা কাজ করে চলেছেন দিনের পর দিন।


তিনি বলেন,এইসব কাজে তারা তাদের সদস্যরা সবসময় এগিয়ে আসছে।

তাদের মতে ভালো কাজে যদি শো অফ করে তাহলে অনেকে দেখবেন পাশাপাশি তারাও করবেন।


অনেক সময় সমালোচনার শিকার হন।

তিনি বলেছেন সবাই সমালোচনা করে যখন কেউ সাফল্যের পথে চলে যায়।


তারা এসব সমালোচনা তাদের মাথাই নেন না কারণ কথাই আছে যারা সমালোচিত তারাই আলোচিত।


তাদের কাজের মাধ্যমে আরো দশ জন শেখবে 

দশ জন থেকে একশ জন আস্তে আস্তে বাংলাদেশ তথা সারা বিশ্ব পাল্টে দিতে সক্ষম হবে।


 এ বি সৌমিক আহমেদ।

No comments:

Post a Comment

Post Bottom Ad