যশোরে চোর চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, August 7, 2020

যশোরে চোর চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ

 

যশোরে চোর চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। বাসের মধ্যে থেকে এক যাত্রীর গলার চেইন চুরি করে ধরা পড়ে তারা।

আটকরা হল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শানু মিয়ার স্ত্রী রিনা খাতুন, সেলিমের স্ত্রী আকলিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মুক্তাইলের স্ত্রী জামিলা বেগম ও আছিব আলীর স্ত্রী শাফিয়া বেগম। এঘটনায় যশোর সদর উপজেলার মামড়াখোলা (চাড়াভিটা) এলাকার হুমায়ন কবিরের স্ত্রী মোছা. হালিমা খাতুন কোতোয়ালী থানায় মামলা করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঝিকরগাছা থেকে যশোর শংকরপুর টার্মিনালের উদ্দেশ্যে বাসে ওঠেন। বাসটি চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছুলে তিনি বুঝতে পারেন তার গলায় থাকা নয় আনা ওজনের সোনার চেইন নেই। এসময় ওই চার নারীকে তার সন্দেহ হয়। চিৎকার দিয়ে বাসের শ্রমিকদের সহায়তায় তিনি নারীদের বাস থেকে নামান। পরবর্তীতে পুলিশ এসে তাদের দেহ তল্লাশ করে চেইনটি উদ্ধার করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad