একের পর এক করেছেন ৯টি বিয়ে। এবারে দশ নম্বর বিয়ে বন্ধ করতে একজোট হয়েছেন স্ত্রীরা। তাই তোপের মুখে আড়াই মাস ধরে ঘর ছাড়া লালমনিরহাটের নাটারবাড়ী এলাকার হাবিবুর রহমান হবি।
লালমনিরহাটের নাটারবাড়ি গ্রামের ৭০ বছর বয়সী হাবিবুর রহমান হবি নানা অজুহাতে এখন পর্যন্ত বিয়ে করেছেন ৯টি। সাবেক এই ইউনিয়ন পরিষদ মেম্বারের দশম বিয়ের চেষ্টার বিরুদ্ধে এবার এক জোট স্ত্রীরা। এ অবস্থায় আড়াই মাস ধরে বাড়ির বাইরে হাবিবুর রহমান।
এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে বিয়ে ঠেকাতে স্ত্রী সন্তানরা শরণাপন্ন হয়েছেন পুলিশের।
তবে দশম বিয়ের চেষ্টার কথা অস্বীকার করেছেন ২০ সন্তানের বাবা হাবিবুর। তার দাবি, জমিজমা লিখে নিতে এসব মিথ্যা অভিযোগ দিচ্ছেন স্ত্রী-সন্তানরা। সখের বসে নয় বরং ঝগড়া আর বউয়ের অসুস্থতায় বিয়ে করতে বাধ্য হয়েছেন তিনি।
একের পর এক বিয়ে করায় এলাকায় বিয়ে পাগল হবি মেম্বার নামে পরিচিত তিনি।
১৯৭৬ সালে প্রথম বিয়ে করেন হাবিবুর রহমান হবি। আর শেষ অর্থাৎ নবম বিয়ে করেন ২০১২ সালে।
No comments:
Post a Comment