সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে মামলা করবেন লেডি বাইকার ফারহানা আফরোজের মা মাহমুদা হাসান।
বাইক চালিয়ে বিয়ের অনুষ্ঠানে বর বা বরযাত্রীর অংশগ্রহণ স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে নারী বাইকারের ক্ষেত্রে তা খুবই বিরল ঘটনা। সম্প্রতি বাইক চালিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করে আলোচনায় উঠে আসেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। বিষয়টি নিয়ে অনেকেই অশোভন মন্তব্য করছেন, যা দেখে বিব্রত কনে।
শুধু তাই নয়, ফারহানার গায়ে হলুদের ছবি এবং ভিডিও ইউটিউবসহ নানা যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে তার নামে বিভিন্ন কুৎসাও রটনা হচ্ছে।
এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ফেসবুকের ভয়েজ অফ রাইটস গ্রুপে একটি স্ট্যাটাস দেন ফরহানা। এখানে তিনি মেয়ে বাইকারের দৃষ্টিকোণ থেকে তার অবস্থান বর্ণনা করেন।সেই পোস্টে অশ্লালীন বক্তব্য করেন হাজার হাজার মানুষ।
এ বিষয়ে কথা বলা হলে ফারহানা আফরোজের মা মাহমুদা হাসান বলেন "সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে মামলা করবেন তিনি' তিনি এই ঘটনার বিচার চান যেন আর কোন মেয়ের সাথে এমন না হয়।
No comments:
Post a Comment