নেশাজাতীয় দ্রব্য খাইয়ে একটি শিশুকে দিয়ে ইউটিউব-টিকটকের মতো ভিডিও শেয়ারিং মাধ্যমের জন্য কন্টেন্ট বানাতো সুনামগঞ্জের কিছু কিশোর আর তরুণ। কখনও ভিডিও বানানো জন্য মারধরও করা হতো শিশুটিকে। বিষয়টি নজরে এলে গ্রুপটির সদস্যদের গ্রেফতার করে পুলিশ। বাড়ানো হয়েছে অনলাইনে নজরদারি।
সুনামগঞ্জে এরকম একটি চক্রের ৮ কিশোরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কিশোরদের সাইবার অপরাধ কমাতে অভিভাবকদের আরো সচেতন হবার দাবি সচেতন মহলের।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার শরিফ। পরিবার থেকে বিচ্ছিন্ন প্রতিবন্ধী এই শিশু ভবঘুরে স্বভাবের। এই সুযোগে গত দুই বছর ধরে সাত-আটজনের একটি চক্র তাকে দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
No comments:
Post a Comment