হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় ৬ জনের মৃত্যু - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, August 27, 2020

হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় ৬ জনের মৃত্যু

 


যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরার তাণ্ডবে মারা গেছে অন্তত ৬ জন।

নিহত ৬ জনের মধ্যে চারজনেই মৃত্যু হয়েছে গাছের নিচে চাপা পড়ে। এছাড়া হারিকেনের কারণে অন্তত পাঁচ লাখেরও বেশি ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টার দিকে লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনে আঘাত হানে ক্যাটাগরি চার মাত্রার হারিকেন লরা। এ সময় ঘন্টায় ১৫০ মাইল বেগে ঝড়ো হাওয়ায় ক্যামেরনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় পাঁচ লাখ বাসিন্দাকে। ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad