স্বাভাবিক সময়ে কলকাতা নিউমার্কেট বাংলাদেশি ক্রেতায় ঠাসা থাকলেও, করোনার কারণে চিত্র পুরোপুরি উল্টো। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো ৬৮ দিন বন্ধ থাকার পর মার্কেটটি খুললেও, বাংলাদেশি ক্রেতা না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে ব্যবসায়ীরা। করোনা মহামারির আগে কলকাতা নিউমার্কেটে ৫০ থেকে ৭০ কোটি টাকার বেচাকেনা হলেও, বর্তমানে তা তলানিতে গিয়ে ঠেকেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টা, কলকাতা নিউমার্কেট। অন্যান্য বছরগুলোর আগষ্ট মাসের শেষ সপ্তাহের এমন আলো-আঁধারি সন্ধ্যায় জমে উঠতো পূজার কেনাকাটা। ক্রেতাদের বেশিরভাগই থাকতো বাংলাদেশি। কিন্তু এবার চিত্র পুরোপুরি ভিন্ন।
নানা পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা বসে থাকলেও, বেচাবিক্রি একেবারেই কম। স্থানীয় ক্রেতাদের উপস্থিতি মোটামুটি দেখা গেলেও, করোনা মহামারির কারণে অনুপস্থিত মার্কেটের প্রাণ বাংলাদেশি ক্রেতারা। এর বড়সড় প্রভাব পড়ছে ব্যবসায়ীদের ওপর।
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মোড়ে অবস্থিত, নিউমার্কেট এলাকায় ছোট-বড় প্রায় দেড় হাজার দোকান রয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা মহামারির আগে, প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০ কোটির টাকার বেচাকেনা হলেও, এখন তা তলানিতে।
No comments:
Post a Comment