করোনায় মারা গেলেন আরো এক পুলিশ সদস্য। - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

ads

a1

Sunday, August 23, 2020

করোনায় মারা গেলেন আরো এক পুলিশ সদস্য।

 


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো এক পুলিশ সদস্য। রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান তিনি।

নিহত দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-মতিঝিল বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে। তিনি স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ওয়ালিদ হোসেন জানান, তিনি কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার এই অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

সাগর দাস

No comments:

Post a Comment

Post Bottom Ad