বাদ দেয়া যাবে না কুরবানি; কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি পরামর্শ আলেমদের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, July 9, 2020

বাদ দেয়া যাবে না কুরবানি; কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি পরামর্শ আলেমদের


মহামারীর জন্য কোরবানী বাদ দেয়া বা কুরবানীর বদলে টাকা দান করা যাবে না। এমন কথা জানিয়ে বিশিষ্ট আলেমরা বলছেন, যাদের উপর ওয়াজিব তাদের অবশ্যই কুরবানী দিতে হবে। এতে করে লাভবান হবে, দেশের দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরাই। তবে, করোনা সংকটের জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কুরবানী করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের।

No comments:

Post a Comment

Post Bottom Ad