ভারতের ইটের জবাব পাথরে দিল বাংলাদেশ, ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দিল সিঅ্যান্ডএফ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Saturday, July 4, 2020

ভারতের ইটের জবাব পাথরে দিল বাংলাদেশ, ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দিল সিঅ্যান্ডএফ


মহামারি করোনার অজুহাতে ভারত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩ মাসের অধিক সময় ধরে বাংলাদেশের রপ্তানি পণ্য ভারতে ঢুকতে দিচ্ছেনা। কিন্তু গত মাস হতে ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে ঢুকেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতে রপ্তানি করা বাংলাদেশী ব্যবসায়ীরা। 
তাই এবার বাংলাদেশী সিঅ্যান্ডএফ এজেন্টদের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশী পণ্য রফতানিতে বাধা দেয়ার অভিযোগে মঙ্গলবার( ৩০ জুন) দুপুর থেকে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি হওয়া পণ্য খালাস বন্ধ করে দেয় সিঅ্যান্ডএফ এজেন্টরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পণ্য রফতানি করা যাবে, ততক্ষণ আমদানিও বন্ধ থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad