সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শাহীন চাকলাদার,শপথগ্রহণ শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, July 23, 2020

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শাহীন চাকলাদার,শপথগ্রহণ শেষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে বিজয়ী শাহীন চাকলাদার ও বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণত ১-২ জন শপথ নিলে স্পিকার তাদের নিজ অফিসে শপথ পড়ান। তবে করোনাভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার জন্য শপথ কক্ষে এই আয়োজন করা হয়।
১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ কেশবপুর আসন ফাঁকা হয়।
গত ২৯ মার্চ এ দুটি উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু মহামারীর কারণে তা স্থগিত করা হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিন এবং দৈব-দূর্বিপাকে আরও ৯০ দিন শেষ হওয়ার আগেই ১৪ জুলাই উপ-নির্বাচন হয়।     
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং যশোর-২ আসনের সংসদ সদস্য মো. নাসির উদ্দিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এমপি শাহীন চাকলাদার শপথগ্রহণ শেষে ধানমÐির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment

Post Bottom Ad