জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল করোনায় আক্রান্ত সকলের কাছে দোয়া কামনা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Monday, July 20, 2020

জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল করোনায় আক্রান্ত সকলের কাছে দোয়া কামনা


যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলসহ সোমবার যশোরে ৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সদর উপজেলার মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) এ এন এম নাসিম ফেরদৌস জানান, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের নমুনা সংগ্রহ করা হয় গত ১৮ জুলাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা শেষে সোমবার তার ফলাফল পজিটিভ পাওয়া যায়। বিষয়টি সাইফুজ্জামান পিকুলকে জানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সাইফুজ্জামান পিকুলের পরিবারের কাছ থেকে জানা গেছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার করোনার কোনো লক্ষণই নেই। তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। সোমবার তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad