বাংলাদেশে করোনার সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা, লকডাউনের পরামর্শ চীনা বিশেষজ্ঞদের - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Sunday, June 21, 2020

বাংলাদেশে করোনার সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা, লকডাউনের পরামর্শ চীনা বিশেষজ্ঞদের


বাংলাদেশে করোনার সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছে সফররত চীনা চিকিৎসক দল। তাই সারা দেশে লকডাউন কার্যকরের পরামর্শ দিয়েছে দলটি।

রোববার বিকেলে কূটনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে অনলাইন সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন চীনা বিশেষজ্ঞরা। তাদের মতে, মানুষের অসতর্কতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

করোনা চিকিৎসায় সহায়তার জন্য দুই সপ্তাহ আগে ঢাকায় আসে চীনের ১০ সদস্যের দলটি। এর মধ্যে তারা পর্যবেক্ষণ করে বিভিন্ন কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের চিকিৎসাব্যবস্থা। অভিজ্ঞতা বিনিময় করে চিকিৎসকদের সঙ্গে।

চীনে ফিরে যাওয়ার একদিন আগে আজ সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, সংক্রমণ রুখতে অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করতে হবে। তবে দেশে

তারা আরো জানান, করোনা পরিস্থিতি দুই-তিন বছর থাকবে কি-না বলার মতো তথ্য হাতে নেই। বিশেষজ্ঞদের মতে, করোনা শনাক্তে র‍্যাপিড ডট কিটের পরীক্ষা সমর্থনযোগ্য নয়। দুই সপ্তাহের অভিজ্ঞতা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়ার কথাও জানান চীনা বিশেষজ্ঞরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad