যশোরের ডিসি পরিবর্তন, নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, June 25, 2020

যশোরের ডিসি পরিবর্তন, নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম


দেশের নয় জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকার ডিসি নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম। এছাড়া মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনিকে টাঙ্গাইলে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যাশোরে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে নোয়াখালীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায়, বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad