করোনা উপসর্গ নিয়ে যমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’রোগীর মৃত্যু হয়েছে - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, June 19, 2020

করোনা উপসর্গ নিয়ে যমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’রোগীর মৃত্যু হয়েছে

করোনা উপসর্গ নিয়ে যশোর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দু’রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন সদরের নওদাগ্রামের কাইউম বিশ্বাসের ছেলে সাদু বিশ্বাস (৩০) ও শহরের ঝুমঝুমপুরের মৃত কিসমত আলীর ছেলে আশরাফ আলী বিশ্বাস (৫০)।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সাদু বিশ্বাস করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, একই দিন সকাল সাতটায় আশরাফ আলী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দু’টো ৪২ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ জানান, মৃত দু’জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। যেহেতু করোনা উপসর্গ নিয়ে তারা মারা গেছেন, একারণে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার পরামর্শ দেয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad