যশোরে নির্ধারিত সময়ের পর খুলে রাখার অপরাধে দশটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, June 19, 2020

যশোরে নির্ধারিত সময়ের পর খুলে রাখার অপরাধে দশটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নির্ধারিত সময়ের পর প্রতিষ্ঠানগুলো খুলে রাখার অপরাধে যশোরে দশটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। 
করোনাভাইরাস প্রতিরোধে যশোরে বিকেল চারটা পর্যন্ত দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি এই নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে কি-না এ বিষয়টি তদারকির জন্য সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার বিকেল চারটার পর অভিযানে নামেন। শহরের চিত্রা মোড়, দড়াটানা ও জেল রোডে কয়েকটি খাবারের হোটেল খোলা রয়েছে বলে আদালত দেখতে পান। এই অপরাধে নিউ স্টার হোটেলকে আড়াই হাজার টাকা, দড়াটানা হোটেলকে ৫০০, ঢাকা হোটেলকে এক হাজার, সামাদ হোটেলকে এক হাজার, নিউ ভৈরব হোটেলকে তিন হাজার, আদি ভৈরব হোটেলকে এক হাজার এবং চৌগাছা হোটেলকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে চৌরাস্তার মদিনা বেকারি, রেল রোড চারখাম্বার মোড়ের রড সিমেন্টের দোকান মেসার্স আবুল হোসেন ও শংকরপুরের একটি মুদি দোকানে জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ সাড়ে ১৪ হাজার টাকা।

No comments:

Post a Comment

Post Bottom Ad