"আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ" সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

a1

Saturday, May 23, 2020

"আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ" সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি

আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে আগামীকাল রোববার। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ মাগরিবের নামাজের পর ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ কিংবা ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে। জানানো যাবে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করেও।

রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরও চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad