রহস্যজনক নিখোঁজ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 22, 2020

রহস্যজনক নিখোঁজ


অনন্ত গ্রুপ গার্মেন্টসে কর্মরত পিপাসা মন্ডল (২৬) নামের এক নারীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এঘটনায় নিখোঁজ পিপাসার মা মমতা বাড়ৈ ২০ মে ঢাকার আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেছেন, যার নং-১৯৪। জিডি ও তার পরিবার সুত্রে জানা গেছে, গার্মেন্টসে চাকরি করার সুবাদে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলকায় মোঃ সানাউল্লাহ মিয়ার বাড়িতে পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকেন পিপাসার মা মমতা বাড়ৈ। করোনা ভাইরাসের লগ ডাউনের কারনে তারা তাদের গ্রামের বাড়ি (শশুর বাড়ি) বরিশালের বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠীতে না গিয়ে তারা আশুলিয়ার নিশ্চিন্তপুরের ভাড়া বাসায় থেকেই অনন্ত গ্রুপের গার্মেন্টসের কাজ করছিলো। এ অবস্থায় গত ১৯ মে সকালে গার্মেন্টস ফ্যাক্টরিতে যাওয়ার জন্য পিপাসা মন্ডল আশুলিয়ার নিশ্চিন্তপুরের সানাউল্লাহ মিয়ার ভাড়া বাসা থেকে বের হয়ে এ পর্যন্ত আর বাসায় ফেরেনি। সে তার গ্রামের বাড়ি (বাবার বাড়ি) বরিশালের উজিরপুর উপজেলার কুড়লিয়া গ্রামে বা তার শশুর বাড়ি বানারীপাড়ার ব্রাক্ষণকাঠীতেও আসেনি বলে পারিবারিক সুত্রে জানা গেছে৷ এ অবস্থায় পিপাসা মন্ডলকে বিভিন্নস্থানে ব্যাপক খোঁজাখুজি করে না পেয়ে তার পরিবার পরিজন চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে আশুলিয়া থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পিপাসা মন্ডল নিখোঁজের জিডির সূত্র ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে৷ অন্যদিকে তার পরিবারের লোকজন তাকে অপহরন করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ।

No comments:

Post a Comment

Post Bottom Ad