যশোর বানিয়াবহু গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা কলারোয়া ইউএনও গাড়ীর ড্রাইভার মোঃ আজিজুল হকের কাছে চিঠি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। না দিলে জীবননাশের হুমকির দেয়। এই ঘটনায় শুক্রবার যশোর ডিবি পুলিশের জালে চক্রের সদস্য আটকা পড়েছে।
ধৃত আসামী যশোর তেঁতুলিয়া গ্রামের মহসিন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন এর আদালতে কাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ জানায়, চাঁদাবাজ সন্ত্রাসীরা চাঁদার টাকা নিয়ে রূদ্রপুর-সাড়োলিয়াগামী রাস্তার দক্ষিণপার্শ্বে তেতুলিয়ায় যাবার নির্দেশ দেয়। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশ মোতাবেক ডিবি’র ওসি মারুফ হোসেন ডিবি’র এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে ছদ্মবেশে একটি দল ঘটনাস্থলে যাায়। তাঁরা হাতেনাতে চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করে।
No comments:
Post a Comment