আইসিসি র‌্যাংকিং: টি-টোয়েন্টিতে আটে উঠে এসেছে বাংলাদেশ - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 1, 2020

আইসিসি র‌্যাংকিং: টি-টোয়েন্টিতে আটে উঠে এসেছে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ, ওয়ানডেতে সাতেই রয়েছে টাইগাররা তবে বেড়েছে এক রেটিং পয়েন্ট।
তবে হতাশ করেছে টেস্টে। যেখানে সাদা পোশাকে পয়েন্ট হিসেবে আফগানিস্তানেরও নিচে অবস্থান বাংলাদেশের। মুমিনুলদের রেটিং পয়েন্ট ৫৫, যেখানে আফগানিস্তানের ৫৭। তবে পর্যাপ্ত ম্যাচ না খেলায় র‌্যাংকিং টেবিলে যুক্ত হতে পারছেন না আফগানরা। তাতেই মান বাঁচে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়তো দূরের কথা একটা ড্র'ও করতে পারেনি টাইগাররা। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে জিতলেও র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি। উল্টো কমেছে ৫ রেটিং পয়েন্ট।
এদিকে, ক্রিকেটের লংগার ফরম্যাটে ভারতকে টপকে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে পাকিস্তানকে হটিয়ে টি-টোয়েন্টির র‌্যাংকিংয়েও এখন অজিদের রাজত্ব। তবে ওয়ানডেতে শীর্ষে অবস্থান বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের।

No comments:

Post a Comment

Post Bottom Ad