ভারতের পশ্চিশবঙ্গে ড্রোন ব্যবহারে সফল লকডাউন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Friday, May 1, 2020

ভারতের পশ্চিশবঙ্গে ড্রোন ব্যবহারে সফল লকডাউন

লকডাউন মেনে মানুষকে ঘরবন্দি করতে পুলিশের এই ড্রোনই এখন মোক্ষম অস্ত্র। এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিশবঙ্গে।
পশ্চিমবঙ্গের হাওড়াকে রেড স্টার জোন ঘোষণা করেছে প্রশাসন। হাওড়া সিটি পুলিশও শহরকে কোভিড শূন্য করার শপথ নিয়ে মাঠে নেমে পড়েছে। কড়াভাবে লকডাউন বহাল রয়েছে। নিয়ম না মেনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করছে পুলিশ।

পুলিশের চোখ এড়িয়ে পাড়ার রকের সামনে ভিড় করে চলছিল আড্ডা। কেউ বুঝতে পারেনি মাথার উপর চক্কর কেটে ঘুরতে থাকা ড্রোন সেই ছবি তুলে নিয়েছে। তারপরই লকডাউন ভেঙে রাস্তায় থাকা সেই ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ। হাওড়ার রেড জোনে মানুষকে লকডাউনের নিয়ম মানাতে রাস্তায় ড্রোন নামিয়ে চলছে কড়া নজরদারি।

এই চোর–পুলিশ খেলা যাতে বন্ধ হয় তাই ড্রোন দিয়ে লকডাউন ভঙ্গকারীদের ধরে ফেলছে পুলিশ। যারা বাড়ির বাইরে অযথা বেরোচ্ছিলেন তারা ড্রোন আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছেন না। এখন পর্যন্ত ড্রোন নজরদারিতে হাওড়া শহরে গ্রেপ্তারির সংখ্যাটা প্রায় একশো।

No comments:

Post a Comment

Post Bottom Ad