গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা শনাক্ত ১ জন - Jashore Tribune

Breaking

Home Top Ad

Post Top Ad

as

a1

Thursday, April 30, 2020

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা শনাক্ত ১ জন


যশোরে গত ২৪ ঘণ্টায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই একজন হলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে যশোরের ২৭ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, নতুন শনাক্ত এ চিকিৎসকসহ জেলায় এ পর্যন্ত ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad