সোমবার সকাল ৬টা থেকে যশোর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আজ রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার যে ফল সরবরাহ করা হয়, তাতে যশোরের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়।
শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন। এখন তা বেড়ে দাঁড়াল ২৯ জনে।
No comments:
Post a Comment